শাজাহানপুরে চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রথম নিউজ, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউছ ওরফে লিমনকে (২৪) চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের উপকণ্ঠ বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গোলাম গাউছ শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার শাহআলমের ছেলে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, গতকাল রাতে বগুড়া শহরের বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে বিভিন্ন গাড়ির কাগজপত্র পরীক্ষা করে দেখছিল ডিবি। ওই ছাত্রলীগ নেতার মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে তিনি কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন, তিনি চোরাই মোটরসাইকেল চালাচ্ছেন। পরে মোটরসাইকেলটি জব্দের পাশাপাশি তাঁকে আটক করা হয়।
ওসি সাইহান ওলিউল্লাহ আরও বলেন, এ ঘটনায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে শাজাহানপুর থানায় একটি মামলা করা হয়েছে। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, ছাত্রলীগ নেতা গোলাম গাউছের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে চোরাই মোটরসাইকেল কেনাবেচা ও হেফাজতে রাখার দায়ে মামলা করেছেন। তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা আছে।
শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া ওই ছাত্রলীগ নেতার পরিচয় নিশ্চিত করে বলেন, চুরির মামলায় গ্রেপ্তার হওয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: