বিএনপি-জামায়াতের অবরোধে ইবির সব পরীক্ষা স্থগিত

প্রথম নিউজ, কুষ্টিয়া :বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী টানা তিন দিনের অবরোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনুষ্ঠিতব্য সকল বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়াও নিয়োগ পরীক্ষাও স্থগিত থাকবে।
সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান।
তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সকল বিভাগের পরীক্ষা ও ‘কম্পিউটার অপারেটর’ পদের জব টেস্ট অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। তবে ক্লাস ও অফিসসমূহ যথারীতি চলবে। ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি।
প্রসঙ্গত, রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল পালনের পর দেশব্যাপী ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে টানা তিন দিন ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর সারা দেশে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় দলটি। সোমবার (৩০ অক্টোবর) জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।