নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
রোববার রাত ১০টার দিকে উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রথম নিউজ, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে জিয়াউল হাসান ফুয়াদ কাজী (৪২) নামের এক কৃষক লীগ নেতাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্র্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ফুয়াদ কাজী সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন এবং চৌদ্দবুড়িয়া গ্রামের সৈয়দ মকবুল হোসেন কাজীর ছেলে। নিহতের স্বজনরা জানান, রোববার সারা দিন জাতীয় সংসদ নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন ফুয়াদ কাজী। রাতে ডিম ও মেয়ের জন্য বিস্কুট কিনতে দোকানে যান তিনি।
দোকান থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছের চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের চত্বরে পৌঁছলে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এ সময় তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে তার মাথা ক্ষতবিক্ষত ও দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পার্শ্ববর্তী লোকজন ও পথচারীরা তার লাশ ওই চত্বরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মুহিদুল ইসলাম, নলছিটি থানার ওসি মো. মুরাদ আলীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান। নলছিটি থানার ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রি ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।