তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়াল

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ছাড়িয়েছে। কর্মকর্তা ও চিকিৎসকদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, তুরস্কে ২৯ হাজার ৬০৫ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৫৭৪ জন মারা গেছেন। দুই দেশ মিলিয়ে মোট ৩৩ হাজার ১৭৯ জন মানুষ মারা গেছেন। গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে মৃত্যুসংখ্যা এর দ্বিগুণ হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: