ড. ইউনূস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠির খবর ভারতীয়সহ বিশ্ব গণমাধ্যমে

ভারতের ইংরেজি সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া "নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে 'হয়রানি' বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্বের খ্যাতনামা ব্যক্তিরা" শিরোনামে এক প্রতিবেদনে বলছেঃ ইউনূস যেসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান সেগুলোর বিরুদ্ধে গত বছর দুর্নীতির ব্যাপক তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

ড. ইউনূস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠির খবর ভারতীয়সহ বিশ্ব গণমাধ্যমে
ড. ইউনূস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠির খবর ভারতীয়সহ বিশ্ব গণমাধ্যমে

প্রথম নিউজ, অনলাইন: নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর অতি সম্প্রতি খোলা চিঠি লিখেছেন ৪০ জন বিশ্বনেতা। চিঠিটি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকায় ইতিমধ্যেই (০৭ মার্চ) পূর্ণ-পাতা জুড়ে প্রকাশিত হয়েছে। এরপর প্রতিবেশী দেশ ভারত সহ নানান দেশের প্রভাবশালী বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ সংক্রান্ত প্রতিবেদন গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

ইন্দোনেশিয়ার ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা জাকার্তা পোস্ট "বাংলাদেশের নোবেল বিজয়ীকে 'হয়রানি' বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিশ্বের খ্যাতনামা ব্যক্তিরা" শিরোনামে এক প্রতিবেদনে লিখেছেঃ বান কি-মুন, হিলারি ক্লিনটন এবং বোনো সহ চল্লিশ জন বিশ্বনেতা বুধবার নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের উপর "অন্যায়" আক্রমণ ও হয়রানি বন্ধ করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ে একটি যৌথ চিঠি প্রকাশ করেছেন। ইউনূসকে তার অগ্রগামী ক্ষুদ্রঋণ ব্যাংকের মাধ্যমে লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার কৃতিত্ব দেওয়া হয়, কিন্তু তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছেন যিনি বলেছেন যে, তিনি দরিদ্রদের "রক্ত চুষছেন"। শেখা হাসিনার উদ্দেশ্যে লেখা চিঠিতে বলা হয়েছে- একজন অনবদ্য সততার অধিকারী অধ্যাপক ইউনূস এবং তার জীবনের কর্মকে আপনার সরকার কর্তৃক অন্যায়ভাবে আক্রমণ করা এবং বারবার হয়রানি ও তদন্ত করতে দেখাটা বেদনাদায়ক। সরকারের পক্ষ থেকে ওই চিঠির তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ভারতের ইংরেজি সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া "নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে 'হয়রানি' বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্বের খ্যাতনামা ব্যক্তিরা" শিরোনামে এক প্রতিবেদনে বলছেঃ ইউনূস যেসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান সেগুলোর বিরুদ্ধে গত বছর দুর্নীতির ব্যাপক তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মাসেতুতে অর্থায়ন করা থেকে সরে যাওয়ার জন্য তিনি তাকে দায়ী করেন। ওদিকে, ফিলিপাইনের ইংরেজি দৈনিক ম্যানিলা টাইমস এর শিরোনাম ছিল "ঢাকাকে বলা হয়েছে নোবেল বিজয়ী ইউনূসকে হয়রানি বন্ধ করতে"।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: