গাইবান্ধায় উপনির্বাচনের পুনঃভোট আজ
সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রথম নিউজ, অনলাইন: ব্যাপক অনিয়মের কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের পুনঃভোট আজ। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আসনটিতে ইভিএমে ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ইসি’র যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানান, প্রতিটি সাধারণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ থেকে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ জন সদস্য নিয়োজিত থাকবেন। ভোটকেন্দ্র পাহারায় পুলিশ, অঙ্গীভূত আনসার ও গ্রাম পুলিশ ভোটের আগে-পরে চারদিনের জন্য মোতায়েন থাকবে জানিয়ে তিনি আরও বলেন- এ ছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ছয়টি ভ্রাম্যমাণ ও চারটি স্ট্রাইকিং ফোর্স ভোটের মাঠে থাকবে। চার প্লাটুন বিজিবি ও র্যাবের নয়টি টিম আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। নয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুজন বিচারিক হাকিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। গাইবান্ধা উপনির্বাচনের রিটার্নিং অফিসার, ঢাকার আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেছেন, ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা প্রস্তুত।
ইভিএম থাকবে, আর সিসি ক্যামেরাও থাকবে। গাইবান্ধা-৫ উপনির্বাচন ঢাকা থেকে পর্যবেক্ষণের জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে এ মনিটরিং সেল পরিচালিত হবে। আইডিইএ-২ এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমকে প্রধান করে গঠিত সেলের অন্য চার সদস্য হলেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার্স, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রতিনিধি। এদিকে গাইবান্ধা নির্বাচনের বিষয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, আমরা কোনো প্রকার অনিয়ম, পক্ষপাতিত্ব বা অস্বচ্ছতা প্রশ্রয় দেই না এবং ভবিষ্যতেও দেবো না। তিনি বলেন, আমাদের কাজের প্রতিফলন হয়েছিল গাইবান্ধা নির্বাচনে। সেটা আবার হতে যাচ্ছে, আমাদের কাছে কোনো ছাড় নেই। গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন সুষ্ঠু এবং অবাধভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের সম্পূর্ণ হয়েছে।
আপনারা জানেন অনিয়মের কারণে এই গাইবান্ধা উপনির্বাচন বন্ধ করা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে সতর্কতার সঙ্গে গাইবান্ধার প্রতিটি সিচুয়েশন আমরা পর্যবেক্ষণ করছি, নির্দেশনা দিচ্ছি এবং অ্যাকশন নিচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্পূর্ণভাবে আমরা, জেলা প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের রিটার্নিং অফিসার এবং আমাদের কর্মকর্তা; তারা এক সঙ্গে কাজ করে সুন্দর একটা নির্বাচন উপহার দেয়ার জন্য প্রস্তুত। আপনাদের প্রশ্ন ছিল এ অনিয়মের পুনরাবৃত্তি যদি হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আসলে অনিয়মের গ্র্যাভিটিটা দেখে তখন সেই মুহূর্তে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আমরা এতটুকু বলতে পারি- যেকোনো অনিয়মকে প্রশ্রয় একেবারে দেবো না। তিনি বলেন, আমরা নির্বাচনটাকে সুন্দর করে জাতির কাছে উপহার দেয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি এবং আমরা প্রস্তুত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews