কেজরিওয়াল কোমায় চলে যেতে পারেন! আশঙ্কায় আপ

কেজরিওয়াল কোমায় চলে যেতে পারেন! আশঙ্কায় আপ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: লোকসভা ভোটের মুখে আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আমি আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজত হয়ে তিহারে ঠাঁই হয়েছিল কেজরিওয়ালের। ভোটের প্রচারের জন্য কিছুদিন শর্তসাপেক্ষে জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন আপ প্রধান। আদালতের শর্ত মেনে ভোট শেষ হতেই তিহারে ফিরেছেন তিনি । এদিকে অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন আপ নেতারা। জেলে থেকে ভেঙে পড়ছে শরীর। অনেকটা ওজন কমে গেছে দিল্লির মুখ্যমন্ত্রীর।গ্রেফতারির পর থেকে এখনও পর্যন্ত ৫ বার সুগার ফল হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের। সুগারের মাত্রা ৫০-এর নিচে চলে গেছে! ওজন আরও ৮.৫ কিলো কমে গেছে! গ্রেফতারের সময়ে দিল্লির মুখ্যমন্ত্রীর ওজন ছিল ৭০ কিলো। আর এখন তা কমে হয়েছে ৬১.৫। ডায়বেটিসের রোগী হওয়া সত্ত্বেও তাকে ওষুধ নিতে দেওয়া হচ্ছে না। এমনই দাবি করেছেন আপের রাজ্যসভার সংসদ সদস্য সঞ্জয় সিং। 

বিজেপি সরকারের বিরুদ্ধে তার গুরুতর অভিযোগ, জেলের মধ্যে সঠিকভাবে কেজরিওয়ালের দেখভাল করতে দেওয়া হচ্ছে না। এতে দিল্লির মুখ্যমন্ত্রী কঠিন রোগে আক্রান্ত হতে পারেন। প্রতিদিন সুগার লেভেল পড়তে থাকলে যে কেউ যখন-তখন কোমায় চলে যেতে পারেন বলে উদ্বিগ্ন আপ নেতারা । তাদের দাবি, কেন্দ্রীয় সরকার হয়তো সেটাই চাইছে। ইডির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী জামিন পেলেও তিনি এখনও জেলে রয়েছেন কারণ সিবিআইয়ের হাতেও তিনি গ্রেফতার হয়েছিলেন। সঞ্জয় সিং আরও বলেন, যখন সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা আশার আলো জেগে উঠেছিল, ঠিক তখনই সিবিআই কেজরিওয়ালকে নিজেদের জালে নিয়েছে। তার জীবন নিয়ে খেলার জন্য এসব করা হচ্ছে বলে দাবি আপ সংসদ সদস্যের। সূত্র: ইন্ডিয়া টুডে