এখনো সন্ধান মেলেনি সমন্বয়ক আরিফ সোহেলের

সোহেলের বড় ভাই মোহাম্মদ আলী জুয়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এখনো সন্ধান মেলেনি সমন্বয়ক আরিফ সোহেলের

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: সিআইডি ও ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়া কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নিখোঁজ আরিফ সোহেলের এখনো সন্ধান মেলেনি। ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন তিনি। সোহেলের বড় ভাই মোহাম্মদ আলী জুয়েল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে সাদা পোশাকধারী আট-নয়জনের একটি দল আরিফ সোহেলকে তুলে নিয়ে যায়। এ সময় তারা নিজেদের সিআইডি ও ডিবি পুলিশ পরিচয় দেয়।

পরদিন রোববার সকালে ডিবি কার্যালয়ে যায় তার পরিবার। সেখান থেকে জানানো হয়, আরিফ সোহেল তাদের কাছে নেই। অন্যদিকে আরিফ সোহেলকে আটকের বিষয়টি সাভারের আশুলিয়া থানা থেকেও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোহেলের বড় ভাই মোহাম্মদ আলী জুয়েল জানান, ভাইকে যখন ভোর রাতে তুলে নিয়ে যাওয়া হয়, তখন তারা বলেছিল তাকে বাসায় পৌঁছে দিয়ে যাবে। তখনই তার ফোন নিয়ে নেয়া হয়। পরে তাকে ফোনেও তাকে পাইনি। ডিবি কার্যালয়ও বলছে নেই। এখন পর্যন্ত সোহেলের ব্যাপারে কোনো তথ্য পাননি বলে জানান তিনি।

এদিকে ঢাকার গোয়েন্দা পুলিশের ‘হেফাজতে’ থাকা অবস্থায় গতকাল রোববার রাতে কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছিলেন কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।