অর্থপাচার : যমুনা ব্যাংকের শওকতকে জামিন দেননি হাইকোর্ট
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম নিউজ, ঢাকা: ১২ কোটি টাকা অর্থপাচার মামলায় যমুনা ব্যাংকের বগুড়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার শওকত আরমানকে জামিন দেননি হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, বগুড়া শহরের বড়গোলা শাখার ম্যানেজার শওকত আরমান ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ২৪ জন গ্রাহকের টাকা নিজ একাউন্টে নিয়ে আত্মসাৎ করেছেন— এমন খবর জানতে পেরে তদন্ত শুরু করে দুদক। তদন্তে প্রাথমিকভাবে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়। এরপর তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান। ২০২০ সালে জুলাই মাসে বগুড়ায় ব্যাংকে এলে সেখান থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আত্মসাতের কথা স্বীকার করেন তিনি। পরে আরমানের বিরুদ্ধে দুদক সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। গ্রেপ্তার করা হয় তার তিন সহযোগীকেও।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews