Huawei MateBook 14 2022, MateBook D14 2022 ল্যাপটপ ইন্টেল প্রসেসর সহ লঞ্চ হল, দাম জেনে নিন

হুয়াওয়ে মেটবুক ১৪ ২০২২ ল্যাপটপে ইন্টেল কোর i5 সমন্বিত মডেলের দাম ৬,০৯৯ ইউয়ান

Huawei MateBook 14 2022, MateBook D14 2022 ল্যাপটপ ইন্টেল প্রসেসর সহ লঞ্চ হল, দাম জেনে নিন
Huawei MateBook 14 2022, MateBook D14 2022 ল্যাপটপ ইন্টেল প্রসেসর সহ লঞ্চ হল, দাম জেনে নিন

প্রথম নিউজ, ডেস্ক : Huawei সম্প্রতি MateBook 14 2022 এবং MateBook D14 2022 নামের দুটি নয়া ল্যাপটপ লঞ্চ করলো তাদের ঘরোয়া বাজারে। নবাগত ল্যাপটপ দুটি সদ্য আগত MateBook 16s, MateBook D16 ল্যাপটপ এবং MateBook SE মনিটরের সাথে একত্রে আত্মপ্রকাশ করেছে। বিশেষত্বের কথা বললে, নতুন ল্যাপটপ দুটির ডিসপ্লে ফিচার ব্যতীত, অন্যান্য বৈশিষ্ট্যগুলি হুবহু একসমান। যেমন উভয় ডিভাইসেই ইন্টেল কোর প্রসেসর, ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ উপলব্ধ থাকছে। আবার ৬৫ওয়াট চার্জিং টেকনোলজির সমর্থনও পাওয়া যাবে এই নয়া ল্যাপটপ-দ্বয়ে। চলুন Huawei MateBook 14 2022 এবং MateBook D14 2022 ল্যাপটপের ফিচার সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিশদে জেনে নেওয়া যাক।

Huawei MateBook 14 2022 স্পেসিফিকেশন

হুয়াওয়ে মেটবুক ১৪ ২০২২ ল্যাপটপে একটি ১৪-ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ২১৬০x১৪৪০ পিক্সেল রেজোলিউশন, ৩:২ এসপেক্ট রেশিও, ৩০০ নিট পিক ব্রাইটনেস এবং ১৫০০:১ কনট্রাস্ট রেশিও অফার করে। উন্নত পারফরম্যান্স সরবরাহের জন্য উক্ত ডিভাইসটি, ইন্টেল আইরিশ এক্সই গ্রাফিক্স সহ ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৭-১২৬০পি (i7-1260P) বা ইন্টেল কোর আই৫-১২৪৯পি (i5-1240P) প্রসেসর সহ এসেছে। স্টোরেজ হিসাবে এতে, ১৬ জিবি LPDDR4x র‌্যাম এবং ৫১২ জিবি NVMe মেমরি বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য Huawei MateBook 14 2022 ল্যাপটপে ৫৬Wh ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৫ ওয়াট চার্জিং টেকনোলজি সমর্থন করে

Huawei MateBook D14 2022 স্পেসিফিকেশন

অন্যদিকে, হুয়াওয়ে মেটবুক ডি১৪ ২০২২ ল্যাপটপে রয়েছে একটি ১৪-ইঞ্চির ফুল এইচডি (১৯২০x১০৮০পিক্সেল) ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লে, ১৬:৯ এসপেক্ট রেশিও, ৩০০ নিট পিক ব্রাইটনেস, ১০০০:১ কনট্রাস্ট রেশিও এবং ১০০% sRGB কভারেজ সাপোর্ট করে। Huawei MateBook D14 2022 মডেলটির ডিসপ্লে ফিচার ব্যতীত বাদবাকি বিশেষত্ব, অর্থাৎ প্রসেসর ভার্সন, র‌্যাম, স্টোরেজ, ব্যাটারি এবং ইন-বক্স চার্জার ক্যাপাসিটি সবকিছুই পূর্ববর্তী Huawei MateBook 14 2022 ল্যাপটপের মতো একসমান।

Huawei MateBook D14 2022 স্পেসিফিকেশন

অন্যদিকে, হুয়াওয়ে মেটবুক ডি১৪ ২০২২ ল্যাপটপে রয়েছে একটি ১৪-ইঞ্চির ফুল এইচডি (১৯২০x১০৮০পিক্সেল) ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লে, ১৬:৯ এসপেক্ট রেশিও, ৩০০ নিট পিক ব্রাইটনেস, ১০০০:১ কনট্রাস্ট রেশিও এবং ১০০% sRGB কভারেজ সাপোর্ট করে। Huawei MateBook D14 2022 মডেলটির ডিসপ্লে ফিচার ব্যতীত বাদবাকি বিশেষত্ব, অর্থাৎ প্রসেসর ভার্সন, র‌্যাম, স্টোরেজ, ব্যাটারি এবং ইন-বক্স চার্জার ক্যাপাসিটি সবকিছুই পূর্ববর্তী Huawei MateBook 14 2022 ল্যাপটপের মতো একসমান।

Huawei MateBook 14 2022, MateBook D14 2022 ল্যাপটপ দাম

হুয়াওয়ে মেটবুক ১৪ ২০২২ ল্যাপটপে ইন্টেল কোর i5 সমন্বিত মডেলের দাম ৬,০৯৯ ইউয়ান বা ভারতীয় মূল্যে প্রায় ৭১,০০০ টাকা রাখা হয়েছে। আর, ইন্টেল কোর i7 প্রসেসর ভ্যারিয়েন্টের সাথে আসা মডেলের দাম থাকছে ৬,৯৯৯ ইউয়ান বা প্রায় ৮১,৪০০ টাকা। অন্যদিকে, হুয়াওয়ে মেটবুক ডি১৪ ২০২২ ল্যাপটপকেও দুটি প্রসেসর ভ্যারিয়েন্টের সাথে নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে, ইন্টেল কোর i5-1240P এবং i7-1260P প্রসেসর ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬১,০০০ টাকা) এবং ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৬৯,৮০০ টাকা) ধার্য করা হয়েছে৷

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom