নাটোরে বিএনপি নেতাকে গুলি
বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু।
প্রথম নিউজ, নাটোর: নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাবকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু।
শহিদুল ইসলাম বাচ্চু ঢাকা পোস্টকে জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্টেশন বাজার এলাকার নিজ বাড়ি থেকে সাইফুল ইসলাম আফতাব বের হচ্ছিলেন। এ সময় ৮ থেকে ১০টি মটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাকে গুলি করে। তিনি গুলিবিদ্ধ হয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসমাম রমজান বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই ঘটনা ঘটায়নি। জেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছে। এ বিষয়ে নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জেনে জানাতে পারবো।