তিন দিন পর পুঁজিবাজারে উত্থান

টানা তিন কর্মদিবস দরপতনের পর সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১২ এপ্রিল) দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছে

তিন দিন পর পুঁজিবাজারে উত্থান

প্রথম নিউজ, ঢাকা : টানা তিন কর্মদিবস দরপতনের পর সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১২ এপ্রিল) দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছে। আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৮ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। তবে কমেছে লেনদেন। ফলে টানা তিন কর্মদিবস দরপতনের পর উত্থান হলো পুঁজিবাজারে।

ডিএসইর তথ্য মতে, আজ ডিএসইতে মোট ৬ কোটি ৭৩ লাখ ১৯ হাজার ৪৩৩টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪১১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৫ পয়েন্টে। ডিএসই ৩০ সূচক দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৫টি কোম্পানির, কমেছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ২০১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আমরা নেটওয়ার্কসের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। আর তৃতীয় স্থানে ছিল জেমিনি সি ফুডের শেয়ার। তারপর শীর্ষ ১০ এ যথাক্রমে ছিল– জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এপেক্স ফুটওয়্যার, রয়েল টিউলিপ সি পার্ল, আরডি ফুড এবং ইউনিক হোটেলের শেয়ার।

অপর বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ দশমিক ২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩০২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ২৩টির ও অপরিবর্তিত রয়েছে ৬০টির।

দিন শেষে সিএসইতে ৭ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৯৩৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৮ লাখ ৬ হাজার ৭৪৮ টাকার।