ঢাকা মহানগরের শ্রেষ্ঠ স্কুল মডেল একাডেমি

ঢাকা মহানগরের শ্রেষ্ঠ স্কুল মডেল একাডেমি

প্রথম নিউজ, ঢাকা : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ মহানগর পর্যায়ের প্রতিযোগিতায় মিরপুরের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘মডেল একাডেমি’ ঢাকা মহানগরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে। প্রায় ৪ হাজার শিক্ষার্থী ও ১১০ জন শিক্ষক কর্মচারী নিয়ে শিক্ষার গুনগত মানোন্নয়নের মাধ্যমে বর্তমান কারিকুলাম বাস্তবায়নে ঢাকা মহানগরীতে এ প্রতিষ্ঠানটি অনন্য ভূমিক রেখে চলেছে। এ বিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ঠ্য অর্থেও অভাবে অথবা সামাজিক প্রতিবন্ধকতার কারণে কোন শিক্ষার্থী বিদ্যালয় থেকে যেন ঝওে না পড়ে। 
অতীতের ধারাবাহিকতা বজায় রেখে এবারও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাসের সুনাম অক্ষুন্ন রেখেছে। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় ৩১৬ জন পরীক্ষার্থীও মধ্যে শতভাগ পাসসহ ১৫৯ জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে। 
২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশীষ কুমার বিশ^াস। প্রধান শিক্ষকের মতে, বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যের পিছনে রয়েছে হোম ভিজিটসহ শিক্ষার্থীদেও প্রতি শিক্ষকদের নিবিড় পরিচর্যা, অভিভাবকদেও সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও নিয়মিত অভিভাবক সভা, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর রাখাসহ স্থানীয় সংসদ সদস্য ও পরিচালনা পর্ষদসহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা।