ঢাকায় আঞ্চলিক জলবায়ু সম্মেলন শুরু
আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকায় এই সম্মেলন শুরু হয়, যা চলবে রোববার পর্যন্ত।
প্রথম নিউজ, অনলাইন: দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক জলবায়ু সম্মেলন-২০২৩। আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকায় এই সম্মেলন শুরু হয়, যা চলবে রোববার পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত এবং ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক সাবের হোসেন চৌধুরী সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এর মাধ্যমে বিশ্বব্যাপী জলবায়ু সংকট, বৈশ্বিক পরিবেশ দূষণ, জল ব্যবস্থাপনা, জলবায়ু সংক্রান্ত কার্যক্রমে অর্থায়ন, বিশুদ্ধ বায়ু, শক্তি নিরাপত্তা এবং উল্লিখিত দেশগুলোর জন্য প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি হবে।
প্রথমবারের মতো এই আয়োজনে ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ বিভিন্ন দেশের সংসদ সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক, করপোরেট সেক্টর, উন্নয়ন সহযোগী দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন সেক্টরের ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এছাড়া দেশ ও দেশের বাইরের প্রায় ৬০০ জন প্রতিনিধি সরাসরি সম্মেলনে অংশ নেবেন।
হোটেল শেরাটনে আয়োজিত সম্মেলনে চারটি থিমেটিক সেগমেন্ট ও ১৯টি সেশনে আলোচক (প্যানেলিস্ট) হিসেবে অংশ নেবেন ১২০ জন বিশিষ্ট ব্যক্তি। ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ, দ্য আর্থ সোসাইটি, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) ও ক্লাইমেট পার্লামেন্টের যৌথ আয়োজনে আঞ্চলিক জলবায়ু সম্মেলন হচ্ছে।