জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ নিহত ৭৩৯
সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন জুলাই মাসে
প্রথম নিউজ, ঢাকা: চলতি বছরের সাত মাসে (জানুয়ারি থেকে জুলাই) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ হাজার ১৬৬ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন জুলাই মাসে। এই মাসে ৭৩৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে দেশে ৬৩২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২ হাজার ৪২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০৯টি শিশু ও ১০৫ জন নারী রয়েছেন। গত মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫১ জন নিহত হয়েছেন। শিক্ষার্থী নিহত হয়েছেন ১০৪ জন। এর মধ্যে শুধু রাজধানীতে জুলাই মাসে ৪১টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। এ ছাড়া নৌ দুর্ঘটনায় ১৮ জন, রেলপথ দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন গত মাসে। দেশের ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
সম্প্রতি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যাওয়ায় পবিত্র ঈদুল আজহায় কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। এক জেলার নিবন্ধনকৃত মোটরসাইকেল আরেক জেলায় চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়।তবে জরুরি ক্ষেত্রে পাশ নিয়ে চলাচলের অনুমতি দেওয়া ছিল। সরকারের কঠোর পদক্ষেপের পরও জুলাই মাসে দুর্ঘটনা ঘটেছে। এই মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহী নিহতের পরিমাণ সর্বোচ্চ ৩৩ দশমিক ৯৬ শতাংশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews