গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে বিএনপির নেতাকর্মীরা মৃত্যুকেও ভয় পায় না : আমীর খসরু
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মডেল উচ্চ বিদ্যালয় সামনে থেকে ১০ দফা দাবিতে পদযাত্রা শেষে বান্দুটিয়া বাজারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
প্রথম নিউজ, মানিকগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী বলেছেন, বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে মুত্যুকেও ভয় পায় না। তারা আর মামলা-হামলার ভয় করে না। আগামী দিনেও করবে না। নেতাকর্মীরা ভয়কে জয় করে ফেলেছে। কারো মধ্যে কোনো ভয় কাজ করছে না। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মডেল উচ্চ বিদ্যালয় সামনে থেকে ১০ দফা দাবিতে পদযাত্রা শেষে বান্দুটিয়া বাজারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে আমাদেরকে নেতৃত গ্রহণ করতে। এই সংগ্রামে বিজয়ী হওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা প্রয়োজন হলে জীবন দিতেও প্রস্তুত। আগামী নির্বাচনে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের জেতার সুযোগ নাই। যদি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। আমীর খসরু চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার আমাদের যেটা হরণ করেছে, সেটা ফেরত আনতে হলে প্রয়োজনে জীবন দিতে হবে। কাজেই আইনশৃঙ্খলা বাহিনীও আওয়ামী সন্ত্রাসীরা আমাদের মিটিং মিছিলে বাধা সৃষ্টি করছেন তাদের উদ্দেশ করে একটি বার্তা জানাতে চাই। দেওয়ালের লিখন পড়তে শিখুন।
তিনি বলেন, দেওয়ালের লিখন যদি পড়তে না পারেন আগামী দিনে দুর্ভোগ আছে। যত দ্রুত পারেন দেওয়ালের লেখন পড়ে ফেলুন। দেশ ও মানুষকে মুক্ত করে দিন। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, এই দেশ কে পরিচালনা করবে। আফরোজ খান রিতা বলেন, যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবতার মুক্তির জন্যেই এ রাতের সরকারকে বিদায় করতে হবে। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ।
পথ সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, পৌর বিএনপির সভাপতি মো: নাসির উদ্দিন আহম্মেদ যাদুসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: