ইলেকট্রিক স্কুটার আনল Onix গোষ্ঠী, কমবয়সীরাও চালাতে পারবে, এক চার্জে 80 কিমি

ইলেকট্রিক স্কুটার আনল Onix গোষ্ঠী, কমবয়সীরাও চালাতে পারবে, এক চার্জে 80 কিমি
ইলেকট্রিক স্কুটার আনল Onix গোষ্ঠী, কমবয়সীরাও চালাতে পারবে, এক চার্জে 80 কিমি

প্রথম নিউজ, ডেস্ক: ভারতের বৈদ্যুতিক এবং পুনর্নবীকরণ শক্তি ক্ষেত্রের নামজাদা সংস্থা অনিক্স গোষ্ঠী (Onix Group) তাদের ইলেকট্রিক স্কুটার ESO-10 লঞ্চের কথা ঘোষণা করল। ইতিমধ্যেই হালকা ওজনের স্কুটারটির বুকিং নেওয়া শুরু করেছে সংস্থা। উল্লেখ্য, ২০০৮ সালে গুজরাতের রাজকোটে প্রতিষ্ঠিত হয়েছিল কোম্পানিটি। প্রায় ১৪ বছরের অভিজ্ঞতা সঞ্চয় করে এবারে তারা নতুন ই-স্কুটার নিয়ে এসেছে। ভারতের পাশাপাশি বিদেশেও সংস্থার বৈদ্যুতিন যন্ত্রাংশ নির্মাণের সুখ্যাতি রয়েছে।

Onix ESO-10 ভারতে হোয়াইট এবং ব্ল্যাক কালারে মিলবে। কার্যকারিতার প্রসঙ্গে বললে, এতে দেওয়া হয়েছে একটি ইন্টেলিজেন্ট ড্যাশবোর্ড। স্কুটারে ডিস্ক ব্রেক এবং ডুয়েল সাসপেনশন ড্যাম্পিং সিস্টেমের দেখা মেলে। যা গর্ত অথবা বাম্প কম ঝাঁকুনির সাথে পার করতে সাহায্য করবে। ESO-10-এ উপস্থিত একটি ৩০ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। এটি সম্পূর্ণ চার্জে ৮০ কিমি পথ অতিক্রম করতে সক্ষম। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিমি। এছাড়া ফিচারের তালিকায় অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, এলইডি ডিসপ্লে যুক্ত স্পিডোমিটার, রিফ্লেক্টর, ইউএসবি পোর্ট, ফুট রেস্ট, ডুয়েল রিমোট  কী, এলইডি হেডলাইট ও টেললাইটের দেখা মিলবে। ডিজিটাল ডিসপ্লেতে ব্যাটারি লেভেল ভেসে উঠবে।

ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে ৪ ঘন্টা সময় লাগবে। এতে অটোকাট সুবিধা রয়েছে। চার্জ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে।  কার্বন ফাইবার বডি যুক্ত স্কুটারটি টিউবলেস টায়ার সহ এসেছে। এটি দৈর্ঘ্যে ১,৭৫০ মিমি, প্রস্থে ৬৮০ মিমি এবং উচ্চতায় ১,০৬০ মিমি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিমি। সংস্থার দাবি ১৫ ডিগ্রি পর্যন্ত ঢালু রাস্তায় ESO-10 দিব্যি চলবে। রিভার্স মোড আছে এতে। ১৫০ কেজি ভার নিতে পারে। ওজন হালকা হওয়ার ফলে কমবয়সীরাও সহজে চালাতে পারবে। স্কুটারটির দাম এখনও ঘোষণা করা হয়নি। খুব শীঘ্রই সংস্থা তা প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom