‘আমরা বিএনপি পরিবারে’ নতুন ২ উপদেষ্টা মনোনীত

‘আমরা বিএনপি পরিবারে’ নতুন ২ উপদেষ্টা মনোনীত

প্রথম নিউজ, অনলাইন:  ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা কমিটিতে আরো দুজন উপদেষ্টাকে মনোনীত করা হয়েছে। নতুন দুই উপদেষ্টা হলেন মো. আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম। 

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। 

‘আমরা বিএনপি পরিবার’ সেলের প্রধান পৃষ্ঠপোষক দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে উদ্দেশ করে লেখা ওই চিঠিতে বলা হয়, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা কমিটিতে আরো দুই জন্য উপদেষ্টা মনোনীত করা হয়েছে।’

বিএনপির নেতা–কর্মীদের মধ্যে যারা গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন, তাদের পাশে থাকতে ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সেল গঠন করা হয়। ২০২৪ সালের ২২ মার্চ এই সেল গঠন করে বিএনপি।