হাসিনার রাষ্ট্রদূত থেকে উপদেষ্টা
গত বছরের ২৭ শে জুলাই থেকে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রথম নিউজ, অনলাইন: শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী সুপ্রদীপ চাকমা নবগঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। তবে এখনও তার শপথ হয়নি। সচিব পদমর্যাদায় মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি। তারও আগে তিনি ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ২০২১ সালে সুপ্রদীপ চাকমা অবসরে যান। গত বছরের ২৭ শে জুলাই থেকে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের ওই কর্মকর্তার বাড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলায়। কর্মজীবনে তিনি মরক্কো, শ্রীলঙ্কা, বেলজিয়াম ও তুরস্কে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।