শাহবাগে নিবন্ধিত শিক্ষকদের কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জ

আজ বুধবার  সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগের বারডেম হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন তারা। 

শাহবাগে নিবন্ধিত শিক্ষকদের কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জ
শাহবাগে নিবন্ধিত শিক্ষকদের কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জ

প্রথম নিউজ, ঢাকা: প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার (এনটিআরসিএ) জন্য নিবন্ধিত সনদধারীদের একাংশ। ফলে সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। এ সময় পুলিশ তাদের রাস্তায় থেকে তুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা না উঠলে পুলিশ কয়েকজনের ওপর হামলা করে বলে অভিযাগ করেন সনদধারীরা। আজ বুধবার  সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগের বারডেম হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন তারা। ‘সনদ যার, চাকরি তার’, ‘প্যানেলভিত্তিক নিয়োগ চাই’, ‘প্যানেল নিয়ে দুর্নীতি, মানি না, মানব না’, ‘গণবিজ্ঞপ্তির নামে প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিয়ে সড়কে অবস্থান নেন তারা।

সড়কে অবস্থানকারী কামরুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে শাহবাগে সনদধারীদের চাকরির দাবিতে গণঅনশন করে আসছি। কিন্তু আমাদের দাবিকে তোয়াক্কা না করে আবারও গণবিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। আমাদের দাবি, প্রথম প্যানেল থেকে ক্রমানুসারে সবাইকে চাকরি দিতে হবে। এর আগে গণবিজ্ঞপ্তির নামে কোনো প্রহসন আমরা মেনে নেব না। এর আগে গত ৫ জুন প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনে গণঅনশন শুরু করে। আজ তাদের অনশনের ২০০তম দিন চলমান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom