ফ্রান্সে জঙ্গলে মিললো ছাতকের আবুল খায়েরের মরদেহ

ফ্রান্সে জঙ্গলে মিললো ছাতকের আবুল খায়েরের মরদেহ


প্রথম নিউজ, ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে অজ্ঞাত দুর্বৃত্তের হামলায় আবুল খায়ের চৌধুরী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

গত ২৩ মে থেকে আবুল খায়ের চৌধুরী নিখোঁজ ছিলেন। এ নিয়ে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।


আবুল খায়ের চৌধুরী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামের বাসিন্দা।


শ‌নিবার (৩ জুন) প‌্যা‌রি‌স বাংলা প্রেসক্লা‌বের সা‌বেক সভাপতি এনা‌য়েত হো‌সেন সোহেল  জানান, আবুল খায়ের চৌধুরী গত ২৩ মে থেকে নিখোঁজ ছিলেন। পরে ২৬ মে বোয়াসি সেইন্ট আন্তলিয়া স্টেশনের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

এর আগে ফ্রান্সপ্রবাসী সোহেল রানা হত্যাকাণ্ডের শিকার হন। এক বছরের মাথায় এবার প্রাণ গেল আরেক বাংলাদেশি আবুল খায়ের চৌধুরীর। এ ঘটনায় ফুঁসে উঠছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন।


সাংবা‌দিক এনা‌য়েত হো‌সেন সোহেল আরও জানান, আবুল খা‌য়ের চৌধুরী‌কে নির্মমভা‌বে হত‌্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।