নয়াপল্টনে আজকের সমাবেশ স্থগিত করল বিএনপি

শবেবরাতের কারণে সমাবেশ স্থগিত করা হয়েছে।  স্থায়ী কমিটির বৈঠকে সমাবেশের নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। 

নয়াপল্টনে আজকের সমাবেশ স্থগিত করল বিএনপি
নয়াপল্টনে আজকের সমাবেশ স্থগিত করল বিএনপি

প্রথম নিউজ, খুলনা : আজকে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি। দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়া কথা ছিল। এজন্য শনিবার সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি ও নিরাপত্তা  এবং সার্বিক সহযোগিতার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর (ডিএমপি) চিঠিও দিয়েছে দলটি। তবে শবেবরাতের কারণে সমাবেশ স্থগিত করা হয়েছে।  স্থায়ী কমিটির বৈঠকে সমাবেশের নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। 

‘বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে’ ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।  এর আগে আবার নয়াপল্টনে সমাবেশের কর্মসূচি দিয়ে তা আবার স্থগিত করল বিএনপি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: