নির্বাচনের পর ব্যাংকপাড়ায় নেই চিরচেনা ব্যস্ততা

সরেজমিনে ঘুরে দেখা যায়, মতিঝিল, পল্টন ও এর আশপাশের অধিকাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা কাউন্টারগুলো প্রায় ফাঁকা।

নির্বাচনের পর ব্যাংকপাড়ায় নেই চিরচেনা ব্যস্ততা

প্রথম নিউজ, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে রোববার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শুক্র ও শনিবারসহ তিনদিন ছুটির পর আজ সোমবার (৮ জানুয়ারি) খোলা হয়েছে অফিস-আদালত, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। শিক্ষা প্রতিষ্ঠানও খুলেছে যথারীতি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মতিঝিল, পল্টন ও এর আশপাশের অধিকাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা কাউন্টারগুলো প্রায় ফাঁকা। তবে দু’একজন করে গ্রাহক আসতেও দেখা গেছে কয়েকটি শাখায়। কিছু গ্রাহকরা টাকা উত্তোলনের জন্য আসছেন।

সোনালী ব্যাংকের এক কর্মকর্তা  বলেন, সাধারণত ভোটের আগে লেনদেন হলেও ভোটের পরের দিন ব্যাংকপাড়া প্রায় ফাঁকা। অনেক গ্রাহক গ্রামে গেছেন। অনেকেই আবার ভোটের পরদিন আতঙ্কে বের হচ্ছেন না। এক্ষেত্রে গ্রাহক কম হওয়াটাই স্বাভাবিক।

রূপালী ব্যাংকের এক কর্মকর্তা জানান, রাজনৈতিক পরিস্থিতি দেখে গ্রাহকরা বাসা থেকে বের হন। তবে দুপুরের পর গ্রাহক বাড়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা জানান, ভোটের আগের দিন ট্রেনে আগুন লাগানো হয়। সবদিক বিবেচনায় গ্রাহক পর্যবেক্ষণে আছেন। যারা আসছেন তাদের বেশিরভাগই টাকা উত্তোলনের জন্য এসেছেন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। ফলে এ নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। পাশাপাশি ৬১ আসনে বিজয়ী হয়ে দ্বিতীয় স্থানে স্বতন্ত্র প্রার্থীরা।