জামালপুরে অবরোধের সমর্থনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
প্রথম নিউজ, জামালপুর : জামালপুরে বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিন চলছে। অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও জেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ রবিবার ১২ নবেম্বর সকালে অবরোধের সমর্থনে জামালপুর-টাংগাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি ও জেলা যুবদলের নেতাকর্মীরা। মিছিলে অংশ নেয় জেলা বিএনি নেতা এনামুল হক খান মিলন, গাউসুল আজম শাহীন, শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ আবদুল্লাহ আল মাসুদ জেলা যুবদলের আহবায়ক সজিব খান, জেলা ছাত্রদল নেতা মনজুরুল করিম সুমন, শ্রমিক দল নেতা জীবন বসাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসার ও সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেলসহ অংগসংগঠনের নেতাকর্মীরা ।
অবরোধের কারণে জেলার সকল দুর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে, তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করলেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।