খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই

সোমবার রাত ১১টার দিকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয় মাসুম বাবুলের মরদেহ। 

খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই
খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই।গতকাল সন্ধ্যা পৌনে ছয়টায় ঢাকার সিদ্দিক বাজারের নিজ বাসায় তিনি মারা যান।  দেড় বছর ধরে ক্যানসারে ভুগছিলেন মাসুম বাবুল। ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন তিনি। মাঝে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বছরের অক্টোবরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন তিনি।সোমবার তিনি না ফেরার দেশে চলে যান। সোমবার রাত ১১টার দিকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয় মাসুম বাবুলের মরদেহ।  মাসুম বাবুল অসুস্থ হওয়ার আগে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’–এ কাজ করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

চার দশকের ক্যারিয়ারে ‘বেদের মেয়ে জোসনা’, ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’সহ বহু চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন তিনি। ১৯৯৩ সালে ‘দোলা’ ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ ও ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ সিনেমার জন্য নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম বাবুল।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: