আন্তর্জাতিক জ্ঞান উৎসবে ভাষণ দিতে ড. ইউনূসকে ভারতে আমন্ত্রণ
আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ০২ মার্চ পর্যন্ত ওই উৎসব অনুষ্ঠিত হবে।
প্রথম নিউজ, অনলাইন: নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামের পশ্চিমাঞ্চলের কোকরাঝারে আসন্ন বড়োল্যান্ড আন্তর্জাতিক জ্ঞান উৎসবে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ০২ মার্চ পর্যন্ত ওই উৎসব অনুষ্ঠিত হবে। বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল দ্বারা শাসিত বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিয়ন (বিটিআর) এ প্রথমবারের মতো (বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ে) আয়োজিত অনন্য ওই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। আসামের গণমাধ্যম সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রাজ্যটির ২৪ ঘন্টার নিউজ চ্যানেল "প্রতিদিন টাইম' এ খবর দিয়ে বলেছে, "দরিদ্রদের ব্যাংকার হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত অধ্যাপক ইউনূস। মৃদুভাষী এই ভদ্রলোক একজন বিপ্লবী অর্থনীতিবিদ, সফল ব্যাংকার, সামাজিক উদ্যোক্তা, সুশীল সমাজের নেতা হিসেবে স্বীকৃত। তিনি একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ড. ইউনূস কিছু মূল্যবান বই লিখেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফৃডম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সব জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন।"
অন্যদিকে, ইস্টমজোর প্রতিবেদনে বলা হয়: চার দিনব্যাপী ওই উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তি, জীবন ও জীবিকা, আদিবাসী জ্ঞান ব্যবস্থা, লিঙ্গ সমতা, শিশু অধিকার ও নিরাপত্তা, শান্তি বিনির্মাণ, সুশাসন ও মানবাধিকার, টেকসই কৃষি, যুব উদ্যোক্তা, মেধা সম্পত্তির অধিকার, গুণগত শিক্ষা, জলবায়ু ন্যায়বিচার, স্বাস্থ্য ও সুস্থতা, শিল্প ও সংস্কৃতি, যোগাযোগ ও মিডিয়া সহ নানা বিষয়ে আলোচনা হবে।
এ বিষয়ে বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিলের প্রধান এবং ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল) এর প্রেসিডেন্ট প্রমোদ বোরো বলেছেন, জ্ঞান বিনিময় এবং সমস্যা সমাধানে পরস্পরের চিন্তা ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে অনন্য এই উৎসবটি চালু করা হয়েছে।