নারী ফুটবলারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার বঙ্গমাতা নারী ফুটবল দলের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নারী ফুটবলারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রথম নিউজ, (নান্দাইল) ময়মনসিংহ: পর্তুগালগামী নারী ফুটবলার ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের সদস্য স্বপ্না আক্তারের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বঙ্গমাতা নারী ফুটবল দলের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নারী ফুটবল দলের সদস্যরা ও স্বপ্নার স্বজনরা উপস্থিত ছিল।

জানা গেছে, ওই নারী ফুটবলার উপজেলার শেরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামের পয়জুর উদ্দিনের মেয়ে। তিনি বঙ্গমাতা ফজিলাতুন নেছা গোল্ডকাপ টুর্নামেন্টের প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক। শনিবার সন্ধ্যার সময় বাড়ি পাশে প্রতিবেশীর হামলার শিকার হয়েছেন। বর্তমানে তিনি নান্দাইল উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে মামলার পর দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

স্বপ্না আক্তার জানান, তিনিসহ আরও একজন প্রশিক্ষণের জন্য ঈদের পর পর্তুগাল যাচ্ছেন। বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে তার প্রতিবেশী আপন চাচা শামছূল হক ও চাচাতো ভাই সোহেল রানার সঙ্গে দীর্ঘদিন ধরে তার পরিবারের কলহ চলে আসছে। তারই জের হিসেবে অভিযুক্তরা এ ঘটনা ঘটিয়েছে। 

এ বিষয়ে এএসপি (সার্কেল) গৌরীপুর সুমন মিয়া বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে দুজনকে গ্রেফতারও করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।