যুদ্ধ নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মার্কিন মন্ত্রীর বৈঠক

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শনিবার মধ্যরাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

যুদ্ধ নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মার্কিন মন্ত্রীর বৈঠক
যুদ্ধ নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মার্কিন মন্ত্রীর বৈঠক
প্রথম নিউজ, অনলাইন ডেস্কইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শনিবার মধ্যরাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খবর আরব নিউজের। এতে ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং গোলাবারুদ দেওয়ার বিষয়েও দুই প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।  ইউক্রেনের মিত্র দেশগুলোর প্রতিনিধিদের কিয়েভে আসন্ন সভা নিয়েও বৈঠকে কথা হয়েছে।

মার্কিন অত্যাধুনিক এম-১ আব্রামস ট্যাংক, জার্মানির ল্যাপার্ড-২ ও ব্রিটেনের চ্যালেঞ্জার-২ ট্যাংক পাওয়ার আশ্বাস পেয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার পশ্চিমা মিত্রদের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমানের জন্য 'আবদার' করেছেন। আগামী মঙ্গলবার ন্যাটোর সদর দপ্তরে বৈঠকে পশ্চিমা মিত্রদের কাছে আরও অস্ত্র চাইবেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: