নয়াপল্টন থেকে দুই শিক্ষার্থী আটক

রোববার সকালে এ ঘটনা ঘটে। তবে আটকদের দাবি তারা সাধারণ শিক্ষার্থী এবং বাজার করতে বাসা থেকে বের হয়েছেন। 

নয়াপল্টন থেকে দুই শিক্ষার্থী আটক

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির হরতাল চলাকালে দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটকদের নাম আরমান ও সজীব। রোববার সকালে এ ঘটনা ঘটে। তবে আটকদের দাবি তারা সাধারণ শিক্ষার্থী এবং বাজার করতে বাসা থেকে বের হয়েছেন।  অন্যদিকে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদের পর সাধারণ শিক্ষার্থী মনে হলে ছেড়ে দিতে পারি। 

এদিকে হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের তল্লাশি করছে পুলিশ। হরতালে কেউ যেন নাশকতা না করতে পারে তাই পুলিশের এ কার্যক্রম বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।