ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার খুঁজতে গিয়ে নিখোঁজ ৩ উদ্ধারকারী
রেড ক্রিসেন্টের এক মুখপাত্রের বরাত দিয়ে রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী দুর্ঘটনা কবলিত হেলিকপ্টার খুঁজতে গিয়ে নিখোঁজ হয়েছেন তিন উদ্ধারকারী। রেড ক্রিসেন্টের এক মুখপাত্রের বরাত দিয়ে রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে। ওই মুখপাত্র জানান, উদ্ধারকারী দলে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। তীব্র ঠান্ডা ও কুয়াশার কারণে ওই এলাকায় গাড়ি দিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া বৃষ্টি কারণে পাহাড়ি রাস্তা কর্দমাক্ত হয়ে যাওয়ায় গাড়ি চালানো মুশকিল হয়ে পড়েছে। এ কারণে উদ্ধারকারী দল হেঁটেই রওনা হয়েছে।
রোববার ইস্টার আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। তাকে বহনকারী হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন।