ইউএনও যখন ভ্যানচালক

সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির’ আওতায় উপজেলার পাঁচজন ভিক্ষুককে ব্যাটারিচালিত ভ্যান ও তিনজনকে দোকানসহ দোকানের মালামাল বিতরণ করা হয়।

ইউএনও যখন ভ্যানচালক

প্রথম নিউজ, ঠাকুরগাঁওয়: চালককে পাশের আসনে বসিয়ে ভ্যান চালালেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম। ইউএনওর রিকশাভ্যান চালানোর দৃশ্যটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনরা নানা মন্তব্য ছুড়ে দেন। কেউ বলেন, মানবিক ইউএনও, আবার কেউ লিখেন রোমান্টিক ইউএনও। স্থানীয় এক গণমাধ্যম কর্মী এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেন।

সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির’ আওতায় উপজেলার পাঁচজন ভিক্ষুককে ব্যাটারিচালিত ভ্যান ও তিনজনকে দোকানসহ দোকানের মালামাল বিতরণ করা হয়।  উপকরণ বিতরণের সময় অফিস চত্বরে ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম’ রিকশাভ্যান চালিয়ে মুহূর্তেই সবাইকে অবাক করেন।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম বলেন, ক্রয়কৃত ভ্যান চালানোর উপযোগী কিনা তা যাচাইয়ের জন্য চালিয়েছি। 

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আরিফুল্লাহ, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।