যানজট আর জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে দিনের শুরু নগরবাসীর

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পাশাপাশি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে গাছ পড়ে গিয়ে যানজট সৃষ্টি হয়েছে।

যানজট আর  জলাবদ্ধতার  ভোগান্তি নিয়ে দিনের শুরু নগরবাসীর

প্রথম নিউজ, ঢাকা: সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টি। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। গত কিছুদিন ধরে গরমে নাগরিকদের হাঁসফাঁস কিছুটা কমলেও ভোগান্তি দিয়ে দিনের শুরু হয়েছে। বৃষ্টির পর অফিস টাইমে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখে গেছে। সেই সঙ্গে কোথাও কোথাও গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম দেখা গেছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

অন্যদিকে সকালের বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পাশাপাশি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে গাছ পড়ে গিয়ে যানজট সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে ঝোড়ো বৃষ্টিতে শুরু হওয়া দিনটি অফিসগামী, কাজে বের হওয়া মানুষের ভোগান্তির মাধ্যমে দিনটির শুরু হয়েছে।

100%

রাজধানীর শাহজাদপুর থেকে বের হয়ে পান্থপথে অফিসগামী রোকাইয়া শিরিন বলেন, বৃষ্টির পরে অফিস টাইমে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। একে সড়কে গণপরিবহন কম আবার অন্যদিকে যানজট আছে। সড়কে দীর্ঘ সময় দাঁড়িয়ে বাসে উঠতে পারছিনা। বাসের সংকট। আবার অতিরিক্ত যানবাহনের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়ে আছে। অন্যদিকে বৃষ্টির পর অলিগলিতে পানি জমেছে সব মিলিয়ে ভোগান্তি দিয়ে আজকের দিন শুরু হয়েছে।

এদিকে বৃষ্টির সঙ্গে ঝড়ের কারণে গুলশান, বনানীসহ রাজধানীর বিভিন্ন স্থানে গাছ পড়ে চলাচলের ধীরগতি সৃষ্টি হয়েছে। হেঁটে গুলশান অফিসে আসা সাজ্জাদুল ইসলাম বলেন, গুলশানের ১ এর ১৪ নম্বর সড়কে একটি গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে। যে কারণে আমাকেও হেঁটে পাড় হয়ে আসতে হয়েছে এই পথ। ঝড় বৃষ্টির পর ভোগান্তির মাধ্যমেই দিন শুরু হয়েছে।

গুলশান বাড্ডা লিংক রোডে একটি গাছ ঝড়ে পড়ে যাওয়ার কারণে এই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পাশে থাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী বাবুল মিয়া বলেন, ঝড়ের পর গাছ পড়ে গিয়েছিল, এরপর এক লাইন দিয়ে গাড়ি চলছিল। এখন কর্মীরা এসে গাছটি সরিয়ে নিয়েছে। বনানীসহ আশেপাশে এভাবে বেশ কিছু গাছ পড়ে গেছে। যেগুলো পরিচ্ছন্ন করার কাজ চলছে।

অন্যদিকে কালশি থেকে কুড়িল বিশ্বরোড আসা মাসুদ রানা নামের একজন বেসরকারি চাকরিজীবী বলেন, মিরপুর, কালশির দিকে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যে কারণে প্রতিটি গাড়ির ধীরগতি ফলে পিছনের দিকে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। পুরো সড়কেই আসলাম যানজটের মধ্যে দিয়ে। হঠাৎ ঝড় বৃষ্টিতে রাজধানীতে কাজে বের হওয়া মানুষের স্বাভাবিক জীবন চলাফেরার ছন্দপতন হয়েছে।

যদিও মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল সিলেট, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস থেকে জানা যায়, দেশের আটটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে। এক্ষেত্রে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে গিয়ে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।  পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom