নওগাঁয় চাঁদা আদায়কালে ৩ যুবক আটক

আটকরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকার হায়দার আলীর ছেলে হাফিজুর রহমান (৩৬), ফয়জুল ইসলামের ছেলে তুষার আলম (২৪) ও বাজিতপুর গ্রামের আবেদ আলীর ছেলে মাহফুজ জামান (২৯)।

নওগাঁয় চাঁদা আদায়কালে ৩ যুবক আটক

প্রথম নিউজ, নওগাঁ: নওগাঁর মান্দায় চাঁদা আদায়ের অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকার হায়দার আলীর ছেলে হাফিজুর রহমান (৩৬), ফয়জুল ইসলামের ছেলে তুষার আলম (২৪) ও বাজিতপুর গ্রামের আবেদ আলীর ছেলে মাহফুজ জামান (২৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাফিজুর রহমান ঢাকা সিআইডিতে কর্মরত থাকা অবস্থায় মাদক সেবনের অভিযোগে ২০২০ সালে চাকরিচ্যুত হন। এরপর থেকে সিআইডি পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। ডোপটেস্টে মাদক সেবন প্রমাণিত হওয়ায় সিআইডি থেকে চাকরিচ্যুত হন তিনি। এরপর থেকে ভুয়া পরিচয়পত্রে চাঁদাবাজি করে আসছিলেন। তার সঙ্গী হন তুষার আলম ও মাহফুজ জামান।

উপজেলার হাটোইর গ্রামের ফ্রিল্যান্সার রতন চন্দ্র সরকার বলেন, অনলাইনে ফ্রিল্যান্সিং করার কারণে ১০ দিন আগে হাফিজুর রহমান সিআইডি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১৮ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপরও আরও টাকার দাবি করে আসছিলেন। গত কয়েকদিন থেকে একই এলাকার কৌশিক চন্দ্রের কাছেও টাকা দাবি করে আসছিলেন তিনি। টাকা দেওয়ার কথা বলে হাফিজুরকে ফেরিঘাট এলাকায় ডেকে নেওয়া হয়। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, তিন যুবককে ফেরিঘাট এলাকায় স্থানীয়রা টক করে পুলিশে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন। পরে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে নেওয়া হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom