রায়পুরায় ব্যাবসায়ীকে গুলি করে হত্যা

সোমবার রাত ৮টার দিকে নিহতের মা হালিমা বেগম বাদি হয়ে রায়পুরা থানার হত্যা মামলাটি দায়ের করেন।

রায়পুরায় ব্যাবসায়ীকে গুলি করে হত্যা

প্রথম নিউজ, নরসিংদী: নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে ককটেল মারতে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে এক পোল্ট্রি ব্যাবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে নিহতের মা হালিমা বেগম বাদি হয়ে রায়পুরা থানার হত্যা মামলাটি দায়ের করেন।

ঈদের দিন শনিবার সন্ধ্যায় রায়পুরার নিলক্ষ্যার বীরগাঁও গ্রামে নিজ বাড়িতে ঢুকে জুলহাস মিয়া (২৮) নামে এক পোল্টি ব্যাবসায়ীকে হত্যা করা হয়। ওই সময় তাকে বাচাঁতে এগিয়ে গেলে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে হয়ে আহত হন সাদ্দাম, ইয়ামিন, হাবিব ও আমিনুল নামে চারজন। তাদের মধ্যে দুজনকে ঢাকায় ও দুজনকে নরসিংদীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হত্যাকাণ্ডের দুদিন পর নিহত জুলহাসের বাড়িতে খোঁজ খবর নিতে গেছেন, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ নইম খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অর্নিবাণ চৌধুরী, (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধতর্ন কর্মাকর্তারা।