টানা পাঁচ জয়ে শীর্ষে বাংলাদেশ

শ্রীলংকা ৮ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে

টানা পাঁচ জয়ে শীর্ষে বাংলাদেশ
টানা পাঁচ জয়ে শীর্ষে বাংলাদেশ-প্রথম নিউজ

প্রথম  নিউজ, ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ৬ জাতি শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপ পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে প্রথম স্থান লাভ করেছে ।

শ্রীলংকা ৮ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে। নেপাল ও পাকিস্তান ৪ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করেছে।

পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে নেপালকে পরাজিত করে। বাংলাদেশের পক্ষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন যথাক্রমে নেপালের ফিদে মাস্টার রাজভান্ডারি রাজেন্দ্র, ফিদে মাস্টার বিলাম লাল শ্রেষ্ঠা, সিঙ্গেশ্বর দাস ও ভাজরাচারিয়া রাজেন্দ্রাকে পরাজিত করেন।

মঙ্গলবার সুপার লিগের খেলা শুরু হবে। সুপার লিগের প্রথম রাউন্ডে বাংলাদেশ বনাম শ্রীলংকা এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom