টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ লক্ষাধিক টিকিট শেষ

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : দু’দিন বাদে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টটি সরাসরি দেখতে অস্ট্রেলিয়ায় জড়ো হবে লাখ লাখ দর্শক। আইসিসি জানিয়েছে, ইতোমধ্যেই বিশ্বকাপের ৬ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, ‘ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ টিকিটের ৬ লক্ষাধিক বিক্রি হয়ে গেছে।’ বিশ্বকাপে দর্শক চাহিদার তুঙ্গে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার টিকিট। গত মাসে টিকিট ছাড়ার মাত্র ১০ মিনিটে শেষ হয় ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ নিয়েও বেশ আগ্রহ দেখিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এই ম্যাচের টিকিটও শেষ বলে জানিয়েছে আইসিসি। আগামী ১৬ই অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২২শে অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২৩শে অক্টোবর এমসিজিতে ভারতের মোকাবিলা করবে পাকিস্তান।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটও শেষ বলে জানিয়েছে আইসিসি। আগামী ২৭শে অক্টোবর সিডনিতে প্রোটিয়াদের মোকাবিলা করবে টাইগাররা। ১৬ই অক্টোবর বিশ্বকাপের প্রথম দিনে গিলংয়ে নামিবিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে খেলবে সংযুক্ত আরব আমিরাত। এই দুই ম্যাচের টিকিটও প্রায় শেষ বলে জানিয়েছে আইসিসি। বিশ্বকাপের প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের টিকিটের দাম ২০ ডলার করে। ১৬ বছরের কম বয়সী দর্শকদের জন্য টিকিট পাওয়া যাচ্ছে ৫ ডলারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী মিচেল এনরাইট বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বের অন্যতম বড় ক্রীড়া ইভেন্ট। এই রোববার (১৬ই অক্টোবর) জিলংয়ে টুর্নামেন্টের প্রথম দিন এবং সুপার টুয়েলভের প্রথম দিনের খেলা দেখতে দর্শকেরা যে আগ্রহ দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত। স্টেডিয়াম ভর্তি ক্রিকেট দেখা দারুণ হতে চলেছে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews