কোহলির রেকর্ড স্পর্শ করলেন বাবর

মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি করতে না পারলেও পাক অধিনায়ক গড়েছেন দুর্দান্ত রেকর্ড। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের টার্গেট দেয় পাকিস্তান। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন বাবর আজম।

কোহলির রেকর্ড স্পর্শ করলেন বাবর
কোহলির রেকর্ড স্পর্শ করলেন বাবর

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: ৭ ম্যাচ সিরিজের ৬ষ্ঠ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান। দল হারলেও আপন আলোয় উজ্জ্বল ছিলেন বাবর আজম। মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি করতে না পারলেও পাক অধিনায়ক গড়েছেন দুর্দান্ত রেকর্ড। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের টার্গেট দেয় পাকিস্তান। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন বাবর আজম। ৫৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাতে দ্রুততম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের রেকর্ডে ভারতের বিরাট কোহলিকে স্পর্শ করলেন তিনি। ৮১তম ইনিংসে এই কীর্তি গড়লেন বাবর। কোহলিরও সমান ইনিংস লেগেছিল। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে পঞ্চম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর। টি-টোয়েন্টিতে দ্রুততম তিন হাজারি ক্লাবের তালিকায় তিনে রয়েছেন মার্টিন গাপটিল। নিউজিল্যান্ডের এই ব্যাটার ৩ হাজার রান পূর্ণ করেছিলেন নিজের ১০১তম ইনিংসে। তালিকার চারে ভারতের রোহিত শর্মা। ১০৮তম ইনিংসে তিন হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন ভারত অধিনায়ক। তালিকার পঞ্চম স্থানে আয়ারল্যান্ডের পল স্টার্লিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ১১৩তম ইনিংসে এই কীর্তি গড়েন তিনি। এর আগে দ্রুততম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি- টোয়েন্টিতে ২ হাজার ও ২ হাজার ৫০০ রানের রেকর্ডও ছিল বাবরের। ২ হাজার রান স্পর্শ করতে ৫২ ইনিংস খেলেছেন তিনি। বাবরের সঙ্গে যৌথভাবে একই রেকর্ডের মালিক তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। ২ হাজার রান করতে কোহলি খেলেছেন ৫৬ ইনিংস। আর ২৫০০ রান পূর্ণ করতে বাবরের লেগেছিল ৬২ ইনিংস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাবরের রান এখন ৩০৩৫। যা পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। যদিও আগে থেকেই এই তালিকায় শীর্ষে ছিলেন বাবর। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রহের তালিকায় দুইয়ে রয়েছেন মোহাম্মদ হাফিজ। ২৫১৪ রান তার। তিনে থাকা শোয়েব মালিকের রান ২৪২৩। চারে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের রান ২২৫৮। তিন হাজারি ক্লাবের সদস্য হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রহের বৈশ্বিক তালিকায় পল স্টার্লিংকে পেছনে ফেলে চারে উঠে এসেছেন বাবর। পঞ্চম স্থানে থাকা স্টার্লিং বাবরের চেয়ে ২৪ রানে পিছিয়ে, ৩০১১  রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক ভারতের রোহিত শর্মা। ১৩২ ইনিংসে ভারতীয় অধিনায়কের ৩৬৯৪ রান। ৩৬৬৩ রান নিয়ে দুইয়ে ভারতের আরেক ব্যাটার বিরাট কোহলি। তালিকার তিনে রয়েছেন মার্টিন গাপটিল। কিউই ব্যাটারের রান ৩৪৯৭।   

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom