১৯শে জুলাই মঞ্চস্থ হচ্ছে ‘বারামখানা’

১৯শে জুলাই মঞ্চস্থ হচ্ছে ‘বারামখানা’

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: মরমি বাউল সাধক লালন শাহের জীবন ও আখড়াকেন্দ্রিক বিকাশ নিয়ে ঢাকার নাট্যসংগঠন ‘থিয়েটার’ প্রযোজনা করেছে নাটক ‘বারামখানা’। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মনের মানুষ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে এ নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। ১৯শে জুলাই সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি। থিয়েটারে ৪১তম প্রযোজনা এটি।