সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সরঞ্জাম ক্রয় সম্পন্ন করবে ইসি

সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সরঞ্জাম ক্রয় সম্পন্ন করবে ইসি

প্রথম নিউজ, অনলাইন: ইসি আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত মালামাল ক্রয় সম্পন্ন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ইসি সচিব বলেন, নির্বাচন সামগ্রী ক্রয় করার ব্যাপারে আমরা টেন্ডার আহ্বান করেছি। একটি টেন্ডার রি-টেন্ডার হবে। আমরা চেষ্টা করছি সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত মালামাল ক্রয় সম্পন্ন করতে।

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, আমাদের সমস্ত দাপ্তরিক আলোচনাই এখন নির্বাচন প্রস্তুতি সম্পর্কিত। প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া। এটাকে কোনও একটি টাইমলাইনে ফিট করলে ভুল হবে।