স্থগিত হলো কারিগরি বোর্ডের অধীনে বাংলা ১ম পত্র পরীক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষা

স্থগিত হলো কারিগরি বোর্ডের অধীনে বাংলা ১ম পত্র পরীক্ষা
স্থগিত হলো কারিগরি বোর্ডের অধীনে বাংলা ১ম পত্র পরীক্ষা

প্রথম নিউজ, অনলাইন: পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর স্থগিত করা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও বিএমটি’র বাংলা প্রথমপত্র পরীক্ষা। রোববার দুপুর ২টায় পরীক্ষা শুরু হয়। বেলা তিনটার দিকে স্থগিত করা হয় পরীক্ষা। তবে কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিতের কোনো কারণ জানায়নি। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত জরুরি নোটিশে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২ সনের এইচএসসি (এমটি) একাদশ শ্রেণির বিকালের সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।

কারিগরি বোর্ড সূত্রে জানা যায়, নতুন শিক্ষার্থীদের জন্য পুরনো সিলেবাসে প্রশ্ন ও পুরনো শিক্ষার্থীদের নতুন সিলেবাসে প্রশ্নপত্র হওয়াতেই পরীক্ষা স্থগিত করা হয়। রোববার থেকে শুরু হয়েছে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সারাদেশে প্রায় ১২ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবার জন্য রেজিস্ট্রেশন করেছেন। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom