যে ভিটামিনের অভাবে পেটে মেদ বাড়ে

যে ভিটামিনের অভাবে পেটে মেদ বাড়ে

প্রথম নিউজ, অনলাইন:  বর্তমান সময়ে লাইফস্টাইল, খাদ্যাভ্যাস এবং বসে কাজ করার কারণে পেটে মেদ বা চর্বি জমার সমস্যা মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। এটি দেখতে যেমন খারাপ লাগে, তেমনই স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। অনেকক্ষেত্রেই খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে বা প্রতিদিন জিমে গিয়েও পেটের মেদ কমানো সম্ভব হয় না।

পেটে চর্বি জমলে অনেক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
যেমন ডায়াবেটিস, রক্তচাপ, হৃদরোগ ও স্থূলতা। আপনি যদি জিমে গিয়ে ঘাম ঝরানোর সময় বের করতে না পারেন, তাহলে এমন একটি ভিটামিন আছে, যা আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে ধীরে ধীরে পেটের মেদ গলে যেতে পারে।

পেটের মেদ কমাতে সাহায্যকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন হলো ভিটামিন সি। এই শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের বিপাক বৃদ্ধি করে এবং চর্বি গলানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
লেবু, কমলা, পেয়ারা ও স্ট্রবেরির মতো ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করা একটি দুর্দান্ত উপায়।
 

এটি কেবল পাচনতন্ত্রকেই সুস্থ রাখে না বরং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতেও সাহায্য করে। এর ফলে পেটের মেদ কমে অনেকটাই।
এ ছাড়া ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। নিয়মিত এর পরিপূরক গ্রহণের মাধ্যমে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পেটের মেদ কমাতে পারেন। এর জন্য একটি সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম করতে হবে।

আরেকটি গুরুত্বপূর্ণ ভিটামিন হলো ভিটামিন ডি। পেটের চর্বি কমাতে পরোক্ষ, কিন্তু কার্যকর ভূমিকা পালন করে এটি।
এই ভিটামিন পেশি শক্তিশালী করে এবং চর্বি কোষ গঠন নিয়ন্ত্রণে সাহায্য করে। সূর্যের আলোয় সময় কাটানো বা দুধ, ডিমের কুসুম ও মাছের মতো খাবার খাওয়া এর প্রাকৃতিক উৎস। গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি-এর অভাব রয়েছে এমন ব্যক্তিদের পেটের চর্বি বৃদ্ধির সম্ভাবনা বেশি।

তাই প্রতিদিন সকালে ১৫-২০ মিনিট সূর্যের আলোয় সময় কাটান এবং এই খাবারগুলো খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন। এ ছাড়া যদি মনে হয় যে আপনার ভিটামিন ডি-এর মাত্রা কম, তাহলে চিকিৎসকের পরামর্শে পরিপূরক গ্রহণ করাও একটি বিকল্প হতে পারে। এটি ওজন কমানোর লক্ষ্য অর্জনে সহায়ক প্রমাণিত হবে।

পেটের মেদ কমাতে সাহায্যকারী তৃতীয় ভিটামিন হলো ভিটামিন বি১২। এই ভিটামিন শক্তির মাত্রা বাড়ায় এবং বিপাক উন্নত করে। যার ফলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি পোড়ানো সহজ হয়। ডিম, মাংস, মাছ ও দুগ্ধজাত দ্রব্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ভিটামিন। 

সকালে খালি পেটে এক গ্লাস দুধে সামান্য মধু মিশিয়ে পান করা উপকারী হতে পারে। এটি কেবল মেদ কমাবে না বরং সারা দিন উদ্যমী রাখবে। তবে, শুধু ভিটামিনের ওপর নির্ভর না করে, নিয়মিত ব্যায়াম করা এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ।

ওজন কমানোর প্রতিযোগিতায় আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন, তাহলে অবশ্যই একবার ভিটামিন ডি-এর ওপর নির্ভর করুন। চিকিৎসক বা পুষ্টি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন। পেটের চর্বি গলানোর এটি একটি সহজ, সস্তা ও নিরাপদ উপায়। মনে রাখবেন যে ভিটামিন ডি-এর পরিমাণ খুব বেশি বা খুব কম গ্রহণ করা উচিত নয়, কারণ এর অতিরিক্ত মাত্রাও ক্ষতির কারণ হতে পারে।

সূত্র : নিউজ ১৮