মায়ের সঙ্গে কারাগারে ৩ বছরের শিশু

রোববার আমলী আদালত চাঁপাই নবাবগঞ্জের বিচারক শিশু সন্তানসহ ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মায়ের সঙ্গে কারাগারে ৩ বছরের শিশু
মায়ের সঙ্গে কারাগারে ৩ বছরের শিশু

প্রথম নিউজ, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাই নবাবগঞ্জে প্রতারণার মামলায় এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত; সঙ্গে পাঠানো হয়েছে তার ৩ বছরের শিশুকেও। রোববার আমলী আদালত চাঁপাই নবাবগঞ্জের বিচারক শিশু সন্তানসহ ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন সন্ধ্যায় মা-মেয়েকে কারাগারে নেয়া হয়েছে। ওই নারীর নাম শরিফা জাহান। তিনি চাঁপাই নবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচরের মো. আলমগীর হোসেনের স্ত্রী।  চাঁপাই নবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় কথা হয় শরিফা জাহানের সঙ্গে। তিনি বলেন, তার দুলাভাই তাকে একটি এনজিও’র পরিচালনা কমিটির সদস্য করেছিলেন। পরে গ্রাহকদের একাধিক মামলায় তাকেও আসামি করা হয়। রোববার একটি মামলায় তিনি আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সে সময় ৩ বছরের ওই শিশু তার কোলে ছিল।

তার ১০ বছরের আরেক সন্তানকেও মায়ের জন্য আদালত ভবনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মো. নাসিফ হাসান নামে ওই শিশু বলেন, আমার মা তো কারাগারে যাচ্ছেন। ছোট বোনকেও কারাগারে নিয়ে যাচ্ছেন। তার বাবা কৃষি অফিসে চাকরি করেন। বাড়িতে এখন তাকে একা থাকতে হবে। এ বিষয়ে জানতে চাইলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ চাঁপাই নবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শিশু রোগ বিশেষজ্ঞ ডা. নাহিদ ইসলাম মুন বলেন, কারাগারের পরিবেশ শিশুদের অনুকূলে নয়। ওই পরিবেশ তাদের মনে দাগ কেটে ফেলে। ফলে শিশুরা সেখানকার আচার-আচরণ শিখে নেয়। এতে মানসিক ও শারীরিক ২ ধরনেরই ক্ষতি হয় শিশুদের। চাঁপাই নবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক দিলীপ কুমার দাস বলেন, রোববার এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আদালতের আদেশে ওই নারীর সঙ্গে ৩ বছরের শিশুকেও কারাগারে পাঠানো হয়েছে। ছোট্ট শিশুদের মায়েদের সঙ্গে কারাগারে পাঠানো হয়। এটাই নিয়ম।    

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: