ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম নিউজ, ঠাকুরগাঁও: দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতেও ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালিত হয়। ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের হয়ে ঠাকুরগাঁও জেলা স্কুলের সামনে অবস্থান করে শিক্ষার্থীরা। এ সময় তারা ৯ দফা দাবি নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদে কালো পতাকা মিছিল করেন তারা।

শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে তাদের ৯ দফা দাবি মেনে নেয়ার দাবি জানান। এছাড়া, যারা গ্রেপ্তার হয়েছে ও যাদের নামে মামলা হয়েছে তাদেরকে যেন দ্রুত ছেড়ে দেয়ার দাবি জানানো হয়। তা না হলে তারা কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানান তারা। এ সময় তারা বলেন, ৬ জন সমন্বয়ক যে বিবৃতি দিয়েছে সেটা তাদের চাপের মুখে নেয়া হয়েছে। বাকি সমন্বয়করা এটাতে সম্মত হয়নি। এর প্রেক্ষিতে তারা স্কুলের সামনে সমবেত হয়েছে এবং রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেছে। তবে আন্দোলন চলাকালীন প্রশাসনের পক্ষ থেকেও কঠোর অবস্থান নেয়া হয়েছিল।