জাতীয় সংসদকে দুই কক্ষ বিশিষ্ট করতে হবে: নাহিদ ইসলাম

প্রথম নিউজ, মানিকগঞ্জ: এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় সংসদকে দুই কক্ষ বিশিষ্ট করতে হবে। উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ করতে হবে। ভোটের অনুপাতে উচ্চ কক্ষ করতে হবে। এতে ক্ষমতার ভারসাম্য তৈরি হয়। ক্ষমতার বিকেন্দ্রকরীন তৈরি হয়। রাষ্ট্রের একজন ব্যক্তি থাকে প্রধানমন্ত্রী, তাকে ঘিরেই সব ক্ষমতা। তাকে প্রশ্ন করার কেউ থাকে না। আমাদের সংস্কার কোন দলের পক্ষে না, আবার কোন দলের বিপক্ষেও না।
আজ বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে মানিকগঞ্জের খালপাড়ে এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধা ৭টার পদযাত্রা শুরুর কথা ছিল। কিন্তু গতকাল গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনায় তা রাত সাড়ে ৯ টার দিকে ঘণ্টায় কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠেন।
এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদারের সভাপতিত্বে মানিকগঞ্জ শহরে ভাষাশহীদ রফিক চত্বরে এ মঞ্চে পথসভায় আরো বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
এসময় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরো বলেন, এক বছরেও জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতের বিচার শুরু হয়নি। খুনীদের এখনও গ্রেপ্তার করতে পারিনি। সেই খুনীরা আমাদের গোপালগঞ্জে হামলা করে। আমরা বলছি নতুন সংবিধান লাগবে। হাসিনার সংবিধান, মুজিববাদী সংবিধান বাংলাদেশে চলবে না। নতুন সংবিধান জনগণের সংবিধান লাগবে। ইনসাফ ও মর্যাদার সংবিধান লাগবে।
নাহিদ আরো বলেন, একটা গোষ্ঠি বলছেন, আমরা পদযাত্রা শুরু করেছিলাম। সেটা আমরা মার্চ টু গোপালগঞ্জ করেছি। তাই আমাদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা ভিক্টিম, আর আমাদের অপরাধী বানানোর চেষ্টা করা হচ্ছে। আমারা কেন গোপালগঞ্জ গিয়েছি। কেন গোপালগঞ্জ যাওয়া কি মানা। এটা কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি থাকবে। আমরা ঘোষণা দিয়েছি গোপালগঞ্জের প্রতিটি গ্রামে আমরা কর্মসূচি করব।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ যদি আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়, তাহলে জনগণই তা রুখে দিবে।