গোপালগঞ্জে কারফিউর মেয়াদ বাড়লো

গোপালগঞ্জে কারফিউর মেয়াদ বাড়লো

প্রথম নিউজ, অনলাইন: গোপালগঞ্জে চলমান কারফিউ’র মেয়াদ বাড়ানো হয়েছে। আগামীকাল দুপুর ১১ টায় পর্যন্ত কারফিউ চলবে। মাঝে তিনি ঘণ্টা বিরতি দিয়ে বেলা দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একই তথ্য জানান ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। গতকাল বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও পরবর্তী সংঘর্ষের জেরে গোপালগঞ্জে কারফিউ জারির সিদ্ধান্ত হয়। হামলা-সংঘর্ষের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।