‘কবজিকাটা গ্রুপের’ টুন্ডা বাবু গ্রেফতার

‘কবজিকাটা গ্রুপের’ টুন্ডা বাবু গ্রেফতার

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং ‘কবজিকাটা গ্রুপের’ নেতা মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১) পাঁচ মাসের ব্যবধানের আবার গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার নড়াইলের লোহাগড়া থানার সিঅ্যান্ডবি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তাকে ২৪ ফেব্রুয়ারি র‍্যাব গ্রেফতার করলে পরে তিনি জামিনে মুক্তি পান।

টুন্ডাকে গ্রেফতারের খবর দিতে বৃহস্পতিবার ঢাকায় কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করেন র‍্যাব-২-এর পরিচালক ডিআইজি খালিদুল হক হাওলাদার।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় সে ও তার গ্যাংয়ের লোকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধ করত। র‌্যাব-৬-এর সহায়তায় টুন্ডাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিআইজি খালিদুল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ ফেব্রুয়ারি শ্যামলী হাউজিংয়ে সামুরাই ও ছুরি হাতে টুন্ডা বাবু তার কিশোর গ্যাং সদস্যদের নিয়ে শোডাউন করেন। ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়।

এরপর ২৪ ফেব্রুয়ারি টুন্ডাকে গ্রেফতার করে র‌্যাব-২। পরে ৫ মে জামিনে মুক্ত হয়ে তিনি আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানান খালিদুল।