কনসার্টে সিইও-র সঙ্গে এইচআর প্রধানের ‘পরকীয়া’ প্রেম! ভাইরাল ভিডিও গেল স্ত্রীর হাতে

কনসার্টে সিইও-র সঙ্গে এইচআর প্রধানের ‘পরকীয়া’ প্রেম! ভাইরাল ভিডিও গেল স্ত্রীর হাতে

প্রথম নিউজ, অনলাইন:  কোল্ডপ্লে’র ১৬ জুলাইয়ের বস্টন কনসার্টে ‘কিস ক্যাম’ ঘিরে তৈরি হওয়া এক অপ্রত্যাশিত ঘটনা সামাজিক মাধ্যমে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে। তবে আলোচনার কেন্দ্রে নেই ব্যান্ড বা গান, বরং ক্যামেরাবন্দি হওয়া এক ‘পরকীয়া প্রেম’ এবং তার সম্ভাব্য পরিণতি নিয়ে উঠেছে গুঞ্জন।

সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনোমার’-এর সিইও অ্যান্ডি বায়রন ও প্রতিষ্ঠানটির চিফ এইচআর অফিসার ক্রিস্টিন ক্যাবট কনসার্টে ঘনিষ্ঠভাবে ক্যামেরায় ধরা পড়েন। ক্যামেরা তাদের দিকে ঘুরতেই, মুহূর্তেই দুজন বিচলিত হয়ে পড়েন, তাড়াতাড়ি একে অন্যের কাছ থেকে সরে গিয়ে নিজেদের মুখ লুকাতে চেষ্টা করেন।

এই দৃশ্য দেখে মঞ্চ থেকে কল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন মজা করে বলেন, ‘ওদের দেখুন... হয় এরা পরকীয়া করছে, না হয় খুবই লাজুক!’

এই বক্তব্যের পর দর্শকরা হেসে উঠলেও মুহূর্তেই সেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায় এক্স, টিকটক ও ইনস্টাগ্রামে। তখনই ফাঁস হয় আসল তথ্য।

মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, অ্যান্ডি বায়রন বিবাহিত এবং তার স্ত্রী মেগান কেরিগান বায়রনের সঙ্গে নিউ ইয়র্কে বসবাস করেন। ফলে কনসার্টে ক্রিস্টিন ক্যাবটের সঙ্গে তাঁর অন্তরঙ্গ অবস্থান নিয়ে শুরু হয় গুঞ্জন—তবে কি এ এক পরকীয়া সম্পর্ক?

এই ঘটনার পরপরই অ্যান্ডি বায়রনের স্ত্রী মেগান কেরিগান ফেসবুকে নিজের নাম থেকে ‘বায়রন’ অংশটি মুছে দেন এবং পরে পুরো অ্যাকাউন্টটাই ডিলিট করে ফেলেন।

অ্যাস্ট্রোনোমার কম্পানির পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো বিবৃতি আসেনি। অনেকেই প্রশ্ন তুলছেন— এইচআর প্রধানের সঙ্গে সিইও’র এমন সম্পর্ক প্রতিষ্ঠানের মূল্যবোধ ও কর্মসংস্কৃতির প্রতিফলন কিভাবে ঘটায়?

তবে এখনো পর্যন্ত এ বিষয়ে অ্যান্ডি বায়রন বা ক্রিস্টিন ক্যাবট কেউই কোনো মন্তব্য করেননি।