আফগানিস্তানের সঙ্গে সিরিজ আয়োজনের পরিকল্পনা জানাল বিসিবি

প্রথম নিউজ, খেলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিসি) আগামী অক্টোবরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি নিয়ে একটি হোয়াইট-বল সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা করছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, সিরিজটি অক্টোবরের প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে পারে।
দুবাইয়ে সিরিজ হবার সম্ভাবনা
ক্রিকবাজ জানিয়েছে, সিরিজটি দুবাইয়ে হওয়ার সম্ভাবনা বেশি। কারণ অক্টোবরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ও আফগানিস্তান উভয়েরই আন্তর্জাতিক সূচি রয়েছে। ওই সময় বাংলাদেশ নিজ দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। অন্যদিকে আফগানিস্তান সফর করবে জিম্বাবুয়েতে। ফলে অক্টোবরে প্রথমার্ধের ফাঁকা সময়টিকে কাজে লাগাতে চায় দুই বোর্ড।
মূলত ২০২৪ সালের জুলাইয়ে আফগানিস্তান দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টির জন্য বাংলাদেশকে আতিথ্য করার কথা ছিল। কিন্তু বিসিবি খেলোয়াড়দের ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে সফর স্থগিতের অনুরোধ জানায়।
পরবর্তীতে আফগান বোর্ড জুলাই-আগস্টে ভারতের গ্রেটার নয়ডায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির হোয়াইট-বল সিরিজের প্রস্তাব দেয়। কিন্তু বর্ষাকালে ভারতের ওই অঞ্চলের আবহাওয়া অনুপযুক্ত বিবেচনায় বিসিবি সেই প্রস্তাবও নাকচ করে।
বিসিবি-এসিসির পুনরায় আলোচনা
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের শাহরিয়ার নাফিস ক্রিকবাজকে বলেন, ‘আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি নিয়ে আলোচনায় আছি। এটি মূলত ২০২৪ সালে স্থগিত হওয়া সিরিজের পরিবর্তিত আয়োজন। দুই টেস্ট পরবর্তীতে উভয় বোর্ডের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।’
তিনি আরও জানান, ভেন্যু এখনো চূড়ান্ত না হলেও সব কিছু ঠিক থাকলে অক্টোবরেই এই সাদা বলের সিরিজ আয়োজনের সম্ভাবনা রয়েছে।
নিশ্চিত করেছে আফগান বোর্ড
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সাইদ নাসিম সাদাত ক্রিকবাজকে বিষয়টি সংক্ষিপ্তভাবে নিশ্চিত করে বলেছেন, ‘হ্যাঁ।’ তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
প্রসঙ্গত, ২০২৪ সালে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেললেও তা পূর্ব নির্ধারিত সিরিজের অংশ ছিল না। এবার স্থগিত হওয়া সিরিজের ম্যাচগুলো খেলে নেওয়ার জন্য উভয় বোর্ড কার্যকর আলোচনা চালিয়ে যাচ্ছে।